এএফসি কাপ শেষ করে আজ বিকেলে দেশে ফিরেছেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ক্লাবে এসে খানিকটা বিশ্রাম করেই কিংস অ্যারেনায় বাফুফে সভাপতির সঙ্গে দেখা করতে চলে আসেন জিকো-সোহেল রানারা।
এশিয়ান কাপে ভালো ফুটবল খেলার জন্য অনুপ্রাণিত করেছেন বাফুফে সভাপতি। সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে বলেছেন কাজী সালাউদ্দিন।
ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে বৃহস্পতিবার রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। ঢাকায় আজ (বুধবার) ছিল শেষ অনুশীলন। ফুটবলাররা অনুশীলনে আসার আগেই কিংস অ্যারেনায় চলে আসেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। প্রাথমিক দলের ফুটবলাররা যখন অনুশীলনে ব্যস্ত ঠিক তখন এএফসি কাপ খেলে আসা কিংসের খেলোয়াড়রা এসে দেখা করেন বাফুফে সভাপতির সঙ্গে। খেলোয়াড়দের উদ্দেশে কাজী সালাউদ্দিন বলেছেন, ‘মাঠে দায়িত্ব নিয়ে খেলতে হবে। খেলার কাজটা তোমাদের। তো তোমাদের কাজটা তোমাদের করতে হবে। তোমরা যদি চাও, আমাদের ফুটবল জীবন্ত থাকবে, তাহলে অবশ্যই তোমাদের কাজটা করতে হবে। ‘
প্রথমবারের মতো বসুন্ধরা কিংস অ্যারেনায় এসেছেন কাজী সালাউদ্দিন। আধুনিক ও উন্নতমানের সুযোগ-সুবিধা সংযুক্ত স্পোর্টস কমপ্লেক্স তৈরি করায় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ দিয়েছেন বাফুফে সভাপতি, ‘এই মাঠে প্রথমবার এলাম। এসে আমি খুবই খুশি। খুব সুন্দর একটা কমপ্লেক্স করেছে। ‘