একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উত্তরা পাবলিক লাইব্রেরির উদ্যোগে সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় উত্তরা পাবলিক লাইব্রেরির মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উত্তরা ১০নং সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক ও উত্তরা পাবলিক লাইব্রেরির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিক উল্যাহ সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) মোঃ জুলকার নায়ন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ্ মোঃ আকতারুজ্জান ইলিয়াস ও উত্তরা থানা সহকারী মাধ্যমিক অফিসার আব্দুল আজিজ মিয়া। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মাদ তারেকউজ্জমান খান।
অতিথিগণ সকলেই তাঁদের বক্তব্যে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে বলেন, একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ তথা সারা বিশে^র নিকট গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও স্বীকৃত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। উত্তরা পাবলিক লাইব্রেরি কর্তৃক আয়োজিত রচনা, চিত্রাংকন ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ পত্র বিতরণ করা হয়।