হবিগঞ্জ জেলা ও জেলার ৮টি উপজেলা সমবায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা সমবায় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস।
এছাড়াও অংশগ্রহণ করেন সিলেট বিভাগীয় সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মৃণাল কান্তি বিশ্বাস, উপ নিবন্ধক ও মহাপরিচালকের একান্ত সচিব কাজী রাশেদুজ্জামান, হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক মণ্ডল, লাখাই উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী প্রমুখ।
বক্তাগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা-চেতনাকে সামনে রেখে সমবায়কে আরো তুরান্নিত করতে কাজ করার আহবান রাখেন।