উত্তরার তানজিমুল উম্মাহ প্রি-হিফজ মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ফাইজিন মাহবির আফফান। বয়স মাত্র ৭ বৎসর। গত বছর রেখেছিল জীবনের প্রথম রোজা। মাত্র ৬ বছর বয়সে রোজা রাখার অনুভূতি বেশ ছিল আফফানের। বাবা, দাদা থেকে শুরু করে সে বছরই সবার কাছ থেকে বেশ উৎসাহও পেয়েছিল ছোট্ট এই বালক।
তবে, এ বছর রমজানের সবগুলো রোজা রাখার নিয়ত করেছে আফফান। মাদ্রাসায় পড়ার পাশাপাশি এত অল্প বয়সে ইসলামের ধর্মের ৫টি স্তম্ভের মধ্যে তৃতীয় স্তম্ভ অর্থ্যাৎ রোজা পালনে আফফানের সংকল্পকে দৃঢ় রাখতে দাদা অধ্যক্ষ আব্দুস সামাদেরও উৎসাহের কমতি নেই। অপরদিকে, ছোট্ট এই বালকের পিতা মোহাম্মদ আলী ও দাদা অধ্যক্ষ আব্দুস সামাদও খুশি তাঁর ইসলামের রীতিগুলো পালনে একের পর আগ্রহী হয়ে ওঠায়।
ইসলামের রীতি-নীতি ও নিয়ম-কানুনগুলোর প্রতি ছোটকাল থেকেই শিশুদের এমন আগ্রহ বেশ লক্ষ্য করা যায় আফফানের মতো সাধারণের পাশাপাশি ধর্মীয় শিক্ষায় পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে। বিশ্লেষকদের মতে, যেসব শিশুরা ছোটবেলায় স্কুলে পড়ার পাশাপাশি ইসলামী শিক্ষায় গড়ে ওঠে সেসব শিশুদের মাঝেই ইসলামী সংস্কৃতি ফুটে ওঠে। আর এজন্য ইসলামিক স্কলারদের পরামর্শ শিশুদেরকে ছোটকাল থেকেই নামাজ, রোজাসহ ইসলামের মৌলিক আক্বিদাগুলোর সাথে অভ্যাস করে তোলা খুবই প্রয়োজন। এতে করে শিশুর নৈতিক চরিত্রের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধও গড়ে ওঠে।