করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের পথে হাঁটছে অনেক দেশ। লকডাউনের প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে, টান পড়েছে সরকারি কোষাগারেও।
এ পরিস্থিতিতে সরকারি খরচ কমানোর পথে নিউজিল্যান্ড। দেশটির সরকার ঘোষণা করেছে ছয় মাস প্রধানমন্ত্রী এবং তার অন্যান্য মন্ত্রীদের বেতনের ২০ শতাংশ কেটে নেওয়া হবে।
বুধবার (১৫ এপ্রিল) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন নিজেই এক সংবাদ বিবৃতিতে এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘দেশের অর্থনীতির কথা চিন্তা করে ছয় মাস আমার এবং অন্যান্য মন্ত্রীদের বেতনের ২০ শতাংশ কেটে নেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘এই অর্থ যারা চাকরি হারিয়েছেন এবং মজুরি ভর্তুকিতে ব্যয় করা হবে।’
অর্থনৈতিক বৈষম্য কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল অনুমান করেছে, নিউজিল্যান্ড এ বছর আর্থিককভাবে ৭ দশমিক ২ শতাংশ ক্ষতিগ্রস্ত হবে।
নিউজিল্যান্ডে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রথম দিকে পুরোপুরি লকডাউন কার্যকর করার জন্য নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন।
প্রায় ৫০ লাখ জনসংখ্যার এই দেশটিতে করোনা ঠেকাতে এক মাসের লকডাউন ঘোষণা করা হয়। প্রায় ১৫ দিন লকডাউনে থাকার পরই এর সুফল পেতে শুরু করেছে দেশটি।
দেশটিতে এ পর্যন্ত ৯ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৮৬ জন। সুস্থ হয়েছে ৭২৮ জন।