Avatar উত্তরা নিউজ টোয়েন্টিফর ডটকম ডেস্ক রিপোর্ট


১৬ এপ্রিল হবিগঞ্জের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ


আমীর উদ্দিন, হবিগঞ্জ: হবিগঞ্জের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ ১৬ এপ্রিল শপথ নিবেন আমীর উদ্দিন- হবিগঞ্জ জেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ ১৬ এপ্রিল শপথ গ্রহণ করবেন। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আগামী ১৬ এপ্রিল বিকাল ৩-টায় বহুতল ভবনের নিচ তলায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।বিভাগীয় কমিশনার মিসবাহ উদ্দিন শপথ বাক্য পাঠ করাবেন।সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা অফিস থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ গত ১০’ই মার্চ পঞ্চম উপজেলার প্রথম ধাপে হবিগঞ্জ সদর,লাখাই, বাহুবল,নবীগঞ্জ, চুনারুঘাট,মাধবপুর,বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।