ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ১২ যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে মিতালী এক্সপ্রেস। বুধবার (১ জুন) রাত ১০টা ৫৫ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে এই আন্তর্জাতিক ট্রেনটি পৌঁছায়। ১২ জনের মধ্যে ৪ জন বাংলাদেশি এবং ৮ জন ভারতীয় নাগরিক।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের ইমিগ্রেশন পুলিশের সাব ইন্সপেক্টর মো. আনিছুর রহমান।
এদিকে ট্রেনটি পৌঁছার নির্দিষ্ট সময় ছিল রাত সাড়ে ১০টা। ট্রেনটি ২৫ মিনিট বিলম্বে স্টেশনে পৌঁছায়।
মিতালী এক্সপ্রেসের যাত্রী গৌতম ভট্টাচার্য বলেন, বাংলাদেশ ও ইন্ডিয়ার ভ্রাতৃত্ববোধের নিদর্শন হচ্ছে এই মিতালী এক্সপ্রেস। আমরা ইন্ডিয়া থেকে উঠে এখানে এসেছি। আজকে অনেক কম প্যাসেঞ্জার নিয়ে এসেছে। আমরা দাবি রেখেছিলাম চিলাহাটিতে এবং হলদিবাড়িতে স্টপেজ রাখার। চিলাহাটি ও হলদিবাড়িতে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার আছেন। এটা দুই দেশের সরকারের ব্যাপার। আমাদের কাছে এই জার্নি খুব ভালো লেগেছে। শুধু মাঝে একটু ডিলে করেছে, এই। তাছাড়া দারুণ।
মিতালী এক্সপ্রেসের সহকারী লোকো মাস্টার ইউসুফ আলী বলেন, এটা আমাদের দেশের মানুষের একটা চাওয়া ছিল উত্তরবঙ্গ দিয়ে ভারতে প্রবেশের। তাদের দাবির প্রেক্ষিতে দুই দেশের রেলমন্ত্রী এই সুযোগ করে দিয়েছে। মিতালী এক্সপ্রেসের প্রথম দিনের যাত্রায় আমার কাজের সুযোগ হয়েছে এটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, আজকে আনুষ্ঠানিকতার কারণে একটু দেরি হয়েছে।