উত্তরা ১১ নং সেক্টর কল্যান সমিতির পক্ষে মহান একুশে ফ্রেবুয়ারীর অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত এর তালে তালে জাতীয় পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে।এরপর ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর ও সমিতির সাধারন সম্পাদক জনাব শরীফুর রহমান এর নেতৃত্ব শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্বা নিবেদন করা হয়। এরপর বিভিন্ন স্কুলের ছাএ-ছাএীরা তাদের স্কুলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্বা নিবেদন শেষে কল্যান সমিতির কার্যনিবাহী সদস্যবৃন্দের সাথে এক বিশাল রাল্যীতে অংশগ্রহণ করে সম্পূর্ণ সেক্টর প্রদক্ষীন করে আবার সমিতি প্র্যান্গনে এসে পৌছান।
সকালের নাস্তার বিরতির পর শুরু হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা। দুইটি গ্রুপ ছিল এই প্রতিযোগিতায় ক গ্রুপে ছিল ৫-১০ বছর পর্যন্ত বাচ্চারা এবং খ গ্রুপে ছিল ১১-১৫ বছর পর্যন্ত বাচ্চারা এবং আকার বিষয় ছিল ভাষা-আন্দোলন/মুক্তিযোদ্ব।প্রতি
প্রতিযোগীতায় একজন স্পেশাল বাচ্চা অংশগ্রহণ করেন তাকেও শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়।তাছাড়া ইউনিলিভারের পক্ষে থেকে সারাদিনব্যাপী বড়-ছোট সকলকে ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি ডেন্টাল চেকআপের ব্যাবস্থা করা হয়।
সারাদিনব্যাপী এই প্রগ্যামের সার্বিক দায়িত্বে ছিলেন ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ বি এম আতিকুর রহমান মুরাদ।