হেফাজত ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা মুফতি জসিমউদ্দিনকে ছুরিকাঘাতে হামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো: মাসুম হাসান ইমরান। সে প্রধান হামলাকারী বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি বিকেলের দিকে লালবাগ শাহী মসজিদের সামনে মাওলানা জসিম উদ্দিন রিক্সা করে যাচ্ছিলেন। ইমরান ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করেন। পরে জসিম উদদীনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা দেওয়া হয়।
উত্তরা নিউজ/এস,এম,জেড