uttaranews24 uttaranews24
সবার আগে সবসময়


সড়কে অব্যবস্থাপনা; দুঃখের অবসান চায় নলভোগবাসী!উত্তরা নিউজ টোয়েন্টিফর ডটকম। মুহাম্মদ গাজী তারেক রহমান: বৃহত্তর উত্তরার তুরাগ থানাধীন এলাকা নলভোগ। ধনী-গরীব-মধ্যবিত্তসহ প্রায় সকল শ্রেণির বিভিন্ন পেশার মানুষের বসবাস এলাকাটিতে। একসময় এই অঞ্চলে প্রচুর কৃষি আবাদি জমি ও মাছ চাষের অভয়ারণ্য হলেও এলাকাটি ধীরে ধীরে বাণিজ্যিকভাবে কাকড়াসহ সামুদ্রিক মৎস প্রক্রিয়াজাতকরণের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ফলে এলাকাটিতে দিন দিন বাড়ছে কর্মজীবি মানুষের সংখ্যা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, এলাকাটিতে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস হলেও এখানকার একটিমাত্র সড়ক ভাঙ্গা ও জলাবদ্ধতায় সারাবছরই পতিত অবস্থায়। মূলত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবেই বার বার সড়কটি সংস্কার করা হলেও কিছুদিন যেতে না যেতেই আবারও ভাঙ্গা-জলাবদ্ধতার কবলে পড়তে এই সড়কটি। ফলে বার বার ব্যহত হচ্ছে এখানকার জনজীবন।


উল্লেখ্য যে, বর্তমানে নলভোগ এলাকাটি ডিএনসিসি নব-গঠিত ৫৩ নং ওয়ার্ডভুক্ত করা হয়েছে। সম্প্রতি ডিএনসিসি উপ-নির্বাচনে নাসির উদ্দিন অত্র ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিনের জলাবদ্ধতা ও সার্বিক অব্যবস্থাপনা থেকে নলভোগবাসী মুক্তি পাবে এটাই বৃহত্তর উত্তরার সচেতন সমাজের প্রত্যাশা।