uttaranews24 uttaranews24
সবার আগে সবসময়


স্বাস্থ্য সেবা দেবে রবির অ্যাপ ‘মায়া’


হকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য সেবা প্রদানকারী অ্যাপ মায়া চালু করেছে রবি।

সেবাটির আওতায় গ্রাহকদের সমস্যা বা প্রশ্ন অনুযায়ী চিকিৎসক, থেরাপিস্ট ও লাইফস্টাইল বিশেষজ্ঞের পরামর্শ পাওয়া যাবে।

মোবাইল অ্যাপ, এসএমএস ও ওয়াপের মাধ্যমে মায়া’র সেবা নিতে পারবেন গ্রাহকরা। এসএমএসের মাধ্যমে এই সুবিধা পেতে স্টার্ট<স্পেস>মায়া লিখে ২৩৩৩৩ নম্বরে পাঠাতে হবে। গুগল প্লেস্টোর থেকেও অ্যাপটি ডাউনলোড করা যাবে।

দৈনিক ২ টাকায় (সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ ছাড়া) এসএমএস, ওয়াপ ও অ্যাপের মাধ্যমে বিভিন্ন ফিচার উপভোগ করতে পারবেন নিবন্ধিত গ্রাহকরা।

অন-ডিমান্ড সার্ভিস ফিচারটি শুধু মায়া অ্যাপে পাওয়া যাবে (ওয়াপে নয়)। মায়া অ্যাপটি ডাউনলোডের মাধ্যমে  সপ্তাহে ৩৯ টাকায় সেবাটি পাবেন গ্রাহকরা।

অন-ডিমান্ড সেবার আওতায় গ্রাহকরা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্য বিষয়ক যে কোন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন। ৯০ মিনিটের মধ্যে প্রথম দুটি প্রশ্নের উত্তর পাবেন গ্রাহকরা। আরো প্রশ্ন থাকলে ২৪ ঘন্টার মধ্যে তার উত্তর দেয়া হবে।