সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করেছে উত্তরা পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৯ই জানুয়রি) বিকাল ৪টায় উত্তরা ১০নং সেক্টরস্থ উত্তরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গরীব ও মেধাবী শিশুদের নিয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় দরিদ্র শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেন আগত অতিথিগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভার্সেটাইল টেক্সটাইল লি: এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো.আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার কর্মী, সংগঠক ও ব্যবসায়ী প্রকৌশলী এ এস এম সায়েম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যাসিফিক গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. প্রকৌশলী এ কে এম আবু রায়হান।
উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খানের সঞ্চালনায় কার্যক্রমটিতে আরো উপস্থিত ছিলেন উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, শিক্ষকসহ উত্তরা পাবলিক লাইব্রেরির উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।