সোমবার ভোরে সিরিয়ার রাজধানীর কাছে ইসরায়েলি বিমান হামলায় দেশটির তিন মুসলিম বেসামরিক লোক নিহত হয়েছে। জানিয়েছে সে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম।
বার্তা সংস্থা জানিয়েছে- দামেস্কের শহরতলিতে ইস্রায়েলি ক্ষেপণাস্ত্রের গোলায় এক শিশু সহ তিনজন নাগরিক নিহত হয়েছেন।
ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইস্রায়েলীয় বিমান হামলার ফলে দামেস্কের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লক্ষ্যবস্তু লক্ষ্য করে দামাস্কাস ও তার আশেপাশের অঞ্চলজুড়ে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
জানা যায়, ইস্রায়েলি বিমানবাহিনী সিরিয়ায় একইভাবে হামলা চালিয়ে বেসামরিক লোকজনকে হত্যা করছে। দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ইস্রায়েলের এসব হামলায় মুসলিমরা মারা পড়ছে।
উত্তরা নিউজ/ডিএস-গাজী