শহিদুল্লাহ সরকার: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ঘাতকব্যাধি করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক করে সবাইকে ঘরে থাকার আহবান জানিয়েছেন সরকার।
সারাদেশের মত সাভার শিমুলতলা এলাকার দিনমজুর মেহনতি মানুষ ঘরে বসে অনাহারে আছেন, এর ধারাবাহিকতায় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান (আতিক) মানবতায় এগিয়ে এসেছেন দিনমজুর মেহনতি মানুষের পাশে।
আজ শনিবার ২৮ শে মার্চ সাভার শিমুলতলা এলাকায় করোনা ভাইরাস আতংকে সরকারি নির্দেশ মেনে দিনমজুর মেহনতি মানুষ ঘরে বসে মানবেতর অবস্থায় আছেন, তাদের মাঝে চাউল ডাউল আলু পিয়াজ সাবান বিতরণ করে প্রমান করেন, ছাত্রলীগ এই বিপদের সময় দরিদ্র অসহায় মানুষের পাশে আছেন, এভাবে সরকারের পাশাপাশি এই দূসময়ে সব এলাকায় দিনমজুর মেহনতি মানুষের পাশে থাকার আহবান জানান এই ছাত্রলীগের সভাপতি।
তিনি আরো বলেন আমি ও আমার সংগঠন যেকোন দৃযোর্গ মোকাবেলায় সাভারবাসীর পাশে আছি এবং থাকব।এই বলে তিনি দিনমজুর মেহনতি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন,তিনি আরো বলেন এই মহামারী থেকে হে মহান আল্লাহ সকল কে রক্ষা কর এই বালা মছিমত দূর কর আমিন।
এ জাতীয় আরো খবর..