সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: শত্রুতার জেরে নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে এক কৃষকের আম বাগানের ২১৩টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
এলাকাবাসী সুত্রে জানাগেছে উপজেলার আইহাই ইউনিয়নের শুকরইল গ্রামের মৃত তসলিম উদ্দীনের ছেলে আব্দুল খালেক স্থানীয় “জুমাপুকুর” মাঠে সাড়ে ৭ বিঘা জমি লীজ নিয়ে সেখানে আম বাগান তৈরী করেন। তিনি প্রতিদিনের ন্যায় গত ২৬ অক্টোবর সোমবার সকাল ১০ টার দিকে বাগান দেখতে যান। বাগানে গিয়ে দেখেন কে বা কারা তার বাগানের ৪ মাস বয়সী মোট ২১৩টি আম গাছ কেটে ফেলে রেখে গেছে। এতে তার প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
এ বিষয়ে তিনি স্থানীয় থানায় লিখিত ভাবে অভিযোগ করলে ওই দিন বিকেল ৫টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আল মাহমুদ জানান, বিষয়টির তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য যে, প্রায় সময় সাপাহারে এধরনের শত্রুতা করে প্রাকৃতিক ভারসম্য রক্ষাকারী প্রাণীকুলে বন্ধু বৃক্ষ নিধনের জঙ্ঘন্য কাজ করেই চলেছে এক শ্রেণীর মানুষরুপী পিচাস। উপজেলার আমচাষীগন চিহিৃন্নিত এই পিচাসদের খুঁজে বের করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং অনেকেই আক্ষেপ করে বলেছেন এ কেমন শত্রুতা।