uttaranews24 uttaranews24
সবার আগে সবসময়


সাংবাদিক মাহফুজ উল্লাহর জন্য দেশবাশীর কাছে দোয়া চেয়েছেন-র্মিজা ফকরুল


উত্তরা নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ

সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির মহাসচিব।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার দুপুরে বুকে ব্যথা অনুভব করায় সাংবাদিক মাহফুজ উল্লাহকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হার্ট ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন।

তিনি আরও বলেন, সন্ধ্যায় মাহফুজ উল্লাহকে দেখতে স্কয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মাহফুজউল্লাহর চিকিৎসার খোঁজ খবর নেন।

বিএনপির মহাসচিব সঙ্গে আরও ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন।

 

/এ.এইচ.বি