করোনা ভাইরাস মোকাবেলায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি-এর পক্ষ থেকে সাংবাদিকদের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়েছে। আজ দুপুরে প্রথম দফায় বেশ কয়েকটি বেসরকারী টিভি চ্যানেল, পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
জাতীয় পার্টির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশ, জাতীয় পার্টি চেয়ারম্যান-এর ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এবং জাতীয় পার্টি নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাফর আহমেদ বিভিন্ন গণমাধ্যমে গিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উপহার সামগ্রী পৌঁছে দেন।
আজ দৈনিক যুগান্তর, যমুনা টেলিভিশন, নিউজ টুয়েন্টিফোর, দৈনিক কালেরকন্ঠ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ডেইলী সান, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম, একাত্তর টিভি, এসএটিভি, ডিবিসি নিউজ, বৈশাখী টিভি, মাছরাঙা টিভি, ইনডিপেনডেন্ট টিভি, দৈনিক যায়যায় দিন, চ্যানেল টুয়েন্টিফোর, দৈনিক সমকাল এবং চ্যানেল আই- এ উপহার বক্স পৌছে দেয়া হয়। কয়েক দফায় গণমাধ্যম কর্মীদের জন্য জাতীয় পার্টি চেয়ারম্যান-এর পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার ও সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হবে।