শাজাহানপুর বগুড়া প্রতিনিধি: ইউপি সদস্যকে চোর বলে সম্বোধন করায় বগুড়ার শাজাহানপুরের আব্দুস সালাম নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার রাতে শাজাহানপুর উপজেলার কুষ্টিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম উপজেলার আমরুল ইউনিয়নের পরানবাড়িয়া ঝালোপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। চোর বলে সম্মোধন করায় এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ।
জানা যায় সন্ধ্যে সাতটার দিকে ডেমাজানী বাজার থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন আব্দুস সালাম ও তার বন্ধু নয়ন। এ সময় সাবেক ইউপি সদস্য শাহজাহানকে চোর উল্লেখ করে নয়নকে তার সঙ্গে মিশতে নিষেধ করেন আবদুস সালাম। কুষ্টিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুই বন্ধু পৌঁছালে শাহজাহান আলীর সঙ্গে তাদের দেখা হয়। এসময় নয়ন বিষয়টি শাহজাহান আলীকে বলে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তার কাছে থাকা ছুরি বের করে আব্দুস সালামকে আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত এগারোটার দিকে আব্দুস সালাম মারা যান। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিম উদ্দিন জানান ঘটনার পর থেকে এলাকায়উত্তেজনা বিরাজ করছে এবং শাজাহান আলী পলাতক রয়েছেন ।