লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৫জন আহত । আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে যানা যায়, উপজেলার করাব গ্রামে ব্যাডমিন্টন খেলার সময় একটি ফ্লাওয়ার তাহের মিয়া নামে এক ব্যক্তির ঘরে পরলে ওই বিষয়টিকে কেন্দ্র করে তাহের মিয়া ও আব্দুল হামিদের লোকজনের মাঝে বাকবিতান্ডা হয় এবং একপর্যায়ে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের সুত্রপাত হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানা অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।