মনর উদ্দিন মনির, লাখাই প্রতিনিধি : লাখাইয়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সর্বস্থরের জনগনের সামাজিক দূরত্ব নিশ্চিত ও সতর্কতামূলক ব্যবস্থা নিতে টহল ও প্রচার অভিযানে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ ২৮শে মার্চ (শনিবার) সকাল থেকে লাখাই উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ সমন্বয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করার চেষ্টায় লাখাই উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সঞ্চিতাা কর্মকারের সার্বিক সহযোগিতা উপজেলার বামৈ বাজার কালাউক বাজার, মোড়াকরি বাজারসহ উপজেলার প্রত্যেকটি বাজারের সড়ক ও অলি-গলিতে টহল দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম।
এদিকে বিভিন্ন বাজারে সেনাবাহিনী নামার পরে বাজারের মোড়ে মোড়ে সাধারণ মানুষের জনসমাগম প্রায় একেবারে কমে এসেছে। রাস্তাঘাট ও অনেকটা ফাঁকা দেখা গেছে।
তাছাড়াও পায়ে হেটে তারা পুরো শহর প্রদক্ষিণ করে জনগণের মাঝে সচেতনতা তৈরিতে প্রচারণা ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন সেনাবাহিনীর সদস্যরা।
হ্যান্ড মাইকে সেনাবাহিনী আহ্বান জানিয়ে বলেন, ‘নিজে নিরাপদে থাকুন, অন্যকে নিরাপদে রাখুন। রিকশা-ভ্যান অটো চলবে না। একসঙ্গে দুজন চলাফেরা করবেন না। কারও সঙ্গে কারও কথা বলতে হলে ৩ ফুট দূরত্বে বজায় রেখে কথা বলুন। এ সময় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হ্যান্ড মাইকে আহ্বান জানান তারা।
এ জাতীয় আরো খবর..