পারভেজ হোসাইন, রামগঞ্জ প্রতিনিধিঃ ভোটার হয়ে ভোট দিবো-দেশ গড়ায় অংশ নিবো” শ্লোগানে দেশব্যাপি আয়োজনের অংশ হিসাবে জেলার রামগঞ্জ উপজেলায়ও পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।আজ সোমবার ২ মার্চ জাতীয় ভোটার দিবস উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যেগে আয়োজিত র্যালি শুরু হয়ে পৌর ভূমি কার্যালয় ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সামনে এসে শেষ হয়। পরে ভোটার দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার আবু তাহেরের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পৌর সভার আবুল খায়ের পাটোয়ারী, রামগঞ্জ থানার ওসি (তদন্ত) একে ফজলুল হক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোনাজের রশিদ প্রমুখ।
বক্তারা এসময় ভোটার দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।