রামগঞ্জ থানার এস.আই জহির উদ্দিনের উদ্যোগে নয়নপুর গ্রামের প্রতিবন্ধি বিউটি ও তার বিধবা মা সুফিয়া বেগমের জন্য নির্মিত বসতঘর শুক্রবার দুপুরে হস্তান্তর করা হয়েছে। নয়নপুর বাংলা বাজারে সুশীল সমাজের ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ বসতঘর হস্তান্তর করা হয়।
এ সময় মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত এস.আই জহির উদ্দিনের মতো স্থানীয় বিত্তবানরা এলাকার গরিব, অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বক্তব্য রাখেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাসেম মাস্টার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল, ইছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদ উল্যাহ, সাংবাদিক জাকির হোসেন মোস্তান, ছাত্রলীগ নেতা মঞ্জু ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ রাসেদ আলম, সাংবাদিক আবু তাহের, সাংবাদিক কবির, দেলোয়ার হোসেন বাচ্চু প্রমুখ ব্যক্তিবর্গ।