পারভেজ হোসাইন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ জেলার রামগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব আনোয়ার হোসেনের নেতৃত্বে এবং সুযোগ্য এসআই মহসিন চৌধুরী সঙ্গীয় এএসআই রিপন দেব, এএসআই মনিরুজ্জামান, সঞ্জয় কুমার, নয়ন চাকমা সহ গত ১১ মার্চ বুধবার, রাতে রামগঞ্জ পৌর আউগানখিল (চৌকিদার বাড়ী) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী ১/সুমন (২৫) পিং- হারুনুর রশিদ ২/মো: নুরু (৩৫) পিং- ফজল হক উভয় সাং- আউগানখীল সেখান থেকে এদের গ্রেফতার করা হয়।
ঐসময় আসামীদের কাছথেকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়। আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে থানায় একাধীক মামলা রয়েছে। মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। উক্ত আসামীদের ১২ মার্চ বৃহস্পতিবার লক্ষ্মীপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ জাতীয় আরো খবর..