পারভেজ হোসাইন, রামগঞ্জ প্রতিনিধিঃ ব্যাপার কী? লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরের সোনাপুর বাজারের অসাধু ব্যবসায়ীরা সরকারের নির্দেশনা মানবে নাকি সরকার তাদের নির্দেশনা মানবে।
রামগঞ্জ উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে ঔষধের ফার্মেসী ব্যাতিত বাকি ব্যবসা প্রতিষ্ঠান গুলোকে দুপুর ১ টা পর্যন্ত নির্ধারিত সময় দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের পরেও সোনাপুর বাজারের মা মুদি এন্ড ভ্যারাইটিজ স্টোর এবং ভাই ভাই স্টোর এই দোকান গুলো সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা রাখতে দেখা যায়। এভাবে প্রতিনিয়ত আইন অনাম্য করে ব্যবসা প্রতিষ্ঠানের লোড আন লোড এবং ক্রয়বিক্রয়ের কার্যক্রম করে যাচ্ছে।
স্থানীয় সচেতন ব্যবসায়ীরা বলছেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করলেও কিন্তু এই দোকান গুলো খোলাই থাকে। এতে আমাদেরও ব্যবসার ক্ষতি হচ্ছে। তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন,যে সকল ব্যবসায়ী আইন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
এ জাতীয় আরো খবর..