রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের কেয়ামউদ্দিন হাজীর মোঃ আব্দুল মালেক নামের এক বিশিষ্ট ব্যবসায়ী দুদিন ধরে নিখোঁজ হওয়ার খবর উঠেছে। এ নিয়ে তার পরিবার বর্গে নেমে এসেছে হতাশা আর কান্না।
জানতে চাইলে তার মেজভাই ভাই আব্দুল খালেক মাস্টার বলেন, গত ২ ফেব্রুয়ারী ২০২০ রবিবার সকাল আনুমানিক সাড়ে ৮ ঘটিকার সময় বাড়ি থেকে বের হয়ে সোনাপুর উত্তর বাজার খালেক বাস্টার নামের নিজ মুদি দোকানে আসেন। এরপর রামগঞ্জ শহরে গিয়ে মোহাম্মদিয়া হোটেলে নাস্তা করেন।সারাদিন যাওয়ার পরেও বাড়িতে না আসায় আমরা চিন্তা করতে থাকি।অনেক খোজাখুজি করেও আমরা পাইনি। আমার বড় ভাইয়ের পায়ের মধ্যে একটু সমস্যা ছিল, সে জন্য উনি একটু বেকা হয়ে হাটতেন।এছাড়া শারিরিক ভাবে সুস্থেই ছিলেন।
বাবা হারিয়ে যাওয়ার খবর শুনে তার বড় ছেলে মোঃ ফরহাদ হোসেন রামগঞ্জ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি ও জিডি করেন। জিডি নাম্বার ৬৬ তারিখ ০২/০২/২০২০ ইং। যদি কেউ আব্দুল মালেদ নামের এই ব্যবসায়ীকে পেয়ে থাকেন তাহলে সোনাপুর উত্তর বাজার আব্দুল খালেক মাস্টার এর ঠিকানার জানিয়ে দেয়ার জন্য বিশেষভাবে আহবান করা হচ্ছে।
নিখোঁজ আব্দুল মালেকের ছেলে মোঃ ফরহাদ হোসেন মোবাঃ 01715788539/01764134760