ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পল্লীতে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় বের হয়ে নিখোঁজের পর রাত ৯টার দিকে লাশের সন্ধান পায় পরিবারের সদস্যরা। নিহত তাছলিমা বেগম উপজেলার লক্ষীপুর গ্রামের চারমাথা গ্রামের আলম হোসেনের স্ত্রী। নিহতের মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
পুলিশ জানায়, তাছলিমা সন্ধ্যায় কলার পাতা কাটার কথা বলে বাড়ি থেকে বরে হয়। রাত ৮টাও ফিরে না আসায় তাকে খুঁজতে শুরু করে পরিবারের সদস্যরা। ৯টার দিকে স্বজনরা একটি আখ ক্ষেতে রক্তাক্ত অবস্থায় তাছলিমার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দীন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখনো আছি (রাত ১২টা)। এটি একটি হত্যাকাণ্ড। তবে কিভাবে বা কি কারণে এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে তা এ মূহুর্তে বলা সম্ভব না।