পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সদরে বাহেরচর বন্দরে মিষ্টির দোকানে অগিকান্ডের ঘটনা ঘটে।বৃহস্পতিবার মধ্যরাতে একটি মিষ্টির দোকানে হঠাৎ আগুন জ্বলে ওঠে। পরে প্রায় ত্রিশ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন স্থানীয় লোকজন।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, রাত সাড়ে ১২টার দিকে চৌরাস্তা থেকে উত্তর-পূর্ব দিকে শাকিল মাহমুদের মিষ্টির দোকানের রান্নাঘর থেকে হঠাৎ আগুনের ধোঁয়া বের হতে থাকে।মুহূর্তের মধ্যে আগুন ছরিয়ে পরতে শুরু করে দোকানটিতে।
এ দেখে বাজারের নৈশপ্রহরী ডাক-চিৎকার দেয়।তার চিৎকার শুনে ছুটে আসে ব্যবসায়ীরা ও আশপাসের লোকজন প্রায় ত্রিশ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
ধারণা করা হচ্ছে, এতে বাজারের অন্তত দুইশতাধিক দোকানপাট বড় ধরণের অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে।তারা মনে করছেন মিষ্টির দোকানে চুলার জলন্ত লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
রাঙ্গাবালী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান জনায়, রাতে পুলিশ ডিউটিতে ছিল।খবর পেয়ে আরও ফোর্স পাঠানো হয়। তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে এনেছে।