মো. নিয়ামুল হাসান নিয়াজঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৫০নং ওয়ার্ডে কোন অবৈধ নারী ব্যবসা চলবে না, কোন ধরনের খারাপ কাজ আমি করতে দিব না, যদি আপনাদের জানা সত্তে কেউ করে, আমার অফিসে এসে আমার কাছে শুধু নাম বলবেন।
আপনাদের পরিচয় গোপন রাখা হবে অবস্যই। তবে শত্রুতার বর্শবর্তি হয়ে না, গুল্লি যদি করে সেটা আমাকে করবে। ছুরি যদি মারে সেটা আমাকে মারবে, যুব সমাজকে বাচানোর জন্য আপনাদের শুধু তথ্য দিয়ে সহযোগীতা করতে হবে।
গতকাল (২৫ ফেব্রুয়ারি) রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় ডিএনসিসির অঞ্চল-৭, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে ডিএনসিসি’র ৫০নং ওয়ার্ড এর কাউন্সিলর কার্যালয়ে এডিস ও কিউলিক্স মশা নিয়ন্ত্রণ এবং করোনা ভাইরাস ও হাম-রুবেলা রোগ প্রতিরোধ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রথমেই উত্তরার বিভিন্ন স্কুলের স্কাউট টীম নব নির্বাচিত কাউন্সিলরদের সেলুট প্রদান করেন। তিনি আরও বলেন, আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনাকে চব্বিশটি বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন। এই সোনা বাংলায় প্রতিটা গড়ে একজন করে বঙ্গবন্ধু হতে হবে, একজন করে শেখ হাসিনা হতে হবে।
এছাড়াও তিনি আরও বলেন, আমাদের সকলের বাসাই কাজের লোক আছে, আমরা তাদের সাথে ভালো ব্যবহার করবো। কোন কিছু ক্ষতি/ভেঙ্গে ফেললে তাদের সাথে খারাপ আচরন করবো না। এতে তাদের মন মানসিকতা নষ্ট হয়। তারাও তো মানুষ। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএনসিসি’র সংরক্ষিত আসন-১৭ এর মহিলা কাউন্সিলর এ্যাডভোকেট জাকিয়া সুলতানা, উত্তরা মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটাল এর এ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ মো. মামবুব হক, উত্তরা মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটাল এর ইমারজেন্সি মেডিকেল অফিসার, ডাঃ এস.কে খাদিজা সুলতানা, ডিএনসিসির অঞ্চল-৭ এর মশক সুপারভাইজার মো. লুৎফর রহমান খান, ডিএনসিসির পিএ-৫, ইউপিএইচসিএসডিপি-২, ক্লিনিক ম্যানেজার ডাঃ তানজিম আফরোজ, ডিএনসিসির পিএ-৫, ইউপিএইচসিএসডিপি-২, ইউটিপিএস ফিজিশিয়ান কাম ক্লিনিক ম্যানেজার ডাঃ নাইমা ইসলাম প্রমুখ।