নওগাঁ সংবাদদাতা: করোনাভাইরাস ইতিমধ্যে প্রায় বিশ্বের সব দেশেই পৌঁছে গেছে। করোনার থাবা পড়েছে বাংলাদেশেও। আর এই করোনার প্রভাবে জনজীবনে নেমে এসেছে কালো মেঘ। দিনমুজুরেরা পড়েছে ঘোর বিপাকে । করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া তাদের আয়- উপার্জনের পথ একবারে বন্ধ। যারা দিন আনে দিন খায় তাদের চুলা জ্বলে না ঘরে। কী এক নিদারুণ বোবা আর্তনাদ বাতাসে ভেসে আসে। আর এই অসহায় মানুষের কথা চিন্তা করেই একদল তরুণ নওগাঁর মান্দা উপজেলার দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে ।
করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ঘরে থাকা দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলার তরুণরা। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চালানো হয়। এ সময় প্রায় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ তুলে দেওয়া হয়েছে।
কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু, বিতরণ করা হয়।
এই উদ্যোগের প্রধান সন্বয়ক আক্তারুজ্জামান নাইম বলেন, সারা বিশ্ব আজ মহামারি করোনায় বিপন্ন। এই সময়ে আমাদের ঘরে থাকা সবচেয়ে নিরাপদ। কিন্তু সবার পক্ষে ঘরে থাকা কঠিন, কারণ যারা দিন আনে দিন খায় তাদের পক্ষে একটানা এতদিন কাজ না করে সংসার চালানো অসম্ভব। তাই আমরা নিজেদের উদ্যোগে দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ শুরু করেছি।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে বিত্তবানদেরও কর্মহীন ও অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি ।
এ জাতীয় আরো খবর..