কিয়ামতের দিন কোনো পাপই গোপন থাকবে না
ইরশাদ হয়েছে, ‘যেদিন মানুষ বাহির হয়ে পড়বে, সেদিন আল্লাহর কাছে তাদের কিছুই গোপন থাকবে না। আজ কর্তৃত্ব কার? আল্লাহরই, যিনি এক, পরাক্রমশালী।’ (সুরা : মুমিন, আয়াত : ১৬)
পরকালে বন্ধুত্ব কাজে আসবে না
ইরশাদ হয়েছে, ‘তাদের সতর্ক করে দাও আসন্ন দিন সম্পর্কে, যখন দুঃখ-কষ্টে তাদের প্রাণ কণ্ঠাগত হবে। জালিমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, যার সুপারিশ গ্রাহ্য হবে—এমন কোনো সুপারিশকারীও নেই।’ (সুরা : মুমিন, আয়াত : ১৮)
কুদৃষ্টি ও অন্তরের পাপ সম্পর্কে আল্লাহ জানেন
ইরশাদ হয়েছে, ‘চোখের অপব্যবহার ও অন্তরে যা গোপন আছে সে সম্পর্কে তিনি অবহিত।’ (সুরা : মুমিন, আয়াত : ১৯)
উদ্ধত ব্যক্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও
ইরশাদ হয়েছে, ‘মুসা বলল, যারা বিচার দিবসে বিশ্বাস করে না, সেসব উদ্ধত ব্যক্তি থেকে আমি আমার ও তোমাদের প্রতিপালকের শরণাপন্ন হয়েছি।’ (সুরা : মুমিন, আয়াত : ২৭)
ক্ষমতা আল্লাহর শাস্তি রোধ করতে পারে না
ইরশাদ হয়েছে, ‘হে আমার সম্প্রদায়! আজ কর্তৃত্ব তোমাদের, দেশে তোমরাই প্রবল; কিন্তু আমাদের ওপর আল্লাহর শাস্তি এসে পড়লে কে আমাদের সাহায্য করবে? …’ (সুরা : মুমিন, আয়াত : ২৯)