এম.শরীফ হোসেন, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি : মাধবদীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা মাধবদীর পাঁচদোনা বাজারস্থ ঢাকা সিলেট মহাসড়কে এক মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে রুহুল আমিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রুহুল আমিন শেখেরচর গ্রামের মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের ছেলে। মাধবদী থানার উপ-পরিদর্শক তানভীর আহমেদ জানান, পাঁচদোনা বাজার থেকে রুহুল আমিন বাজার সদাই নিয়ে নিজ বাসায় ফেরার পথে পাঁচদোনা পুলিশ ফাঁড়ি থেকে দুইশত গজ সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এসময় সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এঘটনায় ঘাতক ট্রাকটি মাধবদীর ইসলাম সিএনজির সামনে থেকে আটক করা হয়। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে বলে তিনি জানান ।
এ জাতীয় আরো খবর..