এম.শরীফ হোসেন, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: “আট পেরিয়ে নয়ে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর মাধবদীতে এশিয়ান টেলিভিশনের ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়। এশিয়ান টেলিভিশনের মাধবদী প্রতিনিধি ও মাধবদী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: নুর আলমের সঞ্চালনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী থানা তদন্ত ইনচার্জ তানবীর আহম্মেদ, নরসিংদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দীপ্ত টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি মোঃ সেলিম মিয়া, মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি ও মানবজমিন পত্রিকার মাধবদী প্রতিনিধি আল-আমিন সরকার, গাজী টেলিভিশনের স্টাফ রিপোর্টার তৌহিদুর রহমান, মাধবদী থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও খোলা কাগজ পত্রিকার নরসিংদী প্রতিনিধি খন্দকার শাহিন, জাগরনি টেলিভিশনের মাধবদী প্রতিনিধি মকবুল আহম্মেদ, মোহনা টেলিভিশনের মাধবদী প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক অধিকারের নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামান মনির, ভোরের পাতার মাধবদী প্রতিনিধি আঃ কুদ্দুস মিয়া, স্বদেশ প্রতিদিনের নরসিংদী জেলা প্রতিনিধি হুমায়ুন আহমেদ, সাংবাদিক মোক্তার হোসেন, খন্দকার সাকিব সহ অন্যান্য গণমাধ্যম ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
এ জাতীয় আরো খবর..