নরসিংদী প্রতিনিধিঃ মাধবদীতে নৌকা প্রতীকে নির্বাচন করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন মোশাররফ হোসেন প্রধান মানিক
রবিবার (১৪ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে নরসিংদীর মাধবদী পৌরসভার ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত প্রথম বারের মতো ১২টি ওয়ার্ডে ১০২ টি স্থায়ী এবং অস্থায়ী ১৫ টি ভোট কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের মাধ্যমে ১৭১৩০ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত আওয়ামী লীগের প্রার্থী মোশাররফ হোসেন প্রধান মানিক নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় লাভ করেছেন।
অন্যদিকে নরসিংদী পৌরসভায় ৩৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে নৌকা প্রতীক নিয়ে আমজাদ হোসেন বাচ্চু ১৮০৫৯ ভোট স্বতন্ত্র প্রার্থী এস এমন কাইয়ুম মোবাইল ফোন প্রতীকে ১৭৩৬৫ ভোট, ধানের শীষ প্রতীকে হারুন অর রশীদ ৯৬৩০ ভোট পেয়েছেন।
৪টি কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ভোট গ্রহণ স্থগিত থাকার কারণে স্থগিত কেন্দ্রগুলোর নতুন করে ভোটের পর চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে নরসিংদী পৌরসভা নির্বাচনে বিজয়ী মেয়র ও স্থগিত থাকা কেন্দ্রগুলোর কাউন্সিলরদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা কমল কান্তি ঘোষ।
এদিকে মাধবদীতে প্রথমবারের মতো ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত এওয়ায় অনেকেই বিপাকে পড়েছেন। ভোটাররা জানান, ইভিএমের মাধ্যমে ভোট দিতে এসে তারা অনেকেই বিরম্বনায় পরেছেন। এতে আঙ্গুল এর ছাপ না মিলার কারণে অনেকে ভোট দিতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন।
মাধবদী পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪৮৩ জন ।এর মধ্যে পুরুষ পুরুষ ১৭ হাজার ১৬৫ জন এবং মহিলা ১৫ হাজার ৩১৮ জন।
প্রথম শ্রেণির এ পৌরসভায় মেয়র পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন (১৭১৩০), বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন আনু ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন (৪২৪), একমাত্র মহিলা স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন মোবাইল ফোন প্রতীকে নিয়ে ভোট পেয়েছেন (১৭৯) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মনির হোসেন শামীম হাতপাখা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন (৫০৯)।
এছাড়া ১২ টি ওয়ার্ডে মোট ৩৩ জন প্রার্থী কাউন্সিলর এবং ৪ টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ১ নং ওয়ার্ড-কেশব ঘোষ,২নং ওয়ার্ড-রাজীব মিয়া, ৩নং ওয়ার্ড-মনির শাহ,৪ নং ওয়ার্ড-শেখ ফরিদ,৫ নং ওয়ার্ড-হেলাল উদ্দিন, ৬ নং ওয়ার্ড- দেলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড-হায়দার আলী, ৮নং ওয়ার্ড-গৌতম ঘোষ, ৯ নং ওয়ার্ড -দেলোয়ার মিয়া, ১০ নং ওয়ার্ড- জাকির হোসেন, ১১ নং ওয়ার্ড-নওশের আলী, ১২ নং ওয়ার্ড-বাবুল মিয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১.২.৩ নং ওয়ার্ডে -পিয়ারা বেগম,৪.৫.৬ নং ওয়ার্ডে ফরিদা ইয়াসমিন, ৭,৮.৯ নং ওয়ার্ডে ফাতেমা বেগম এবং ১০, ১১, ১২ নং ওয়ার্ডে মায়া রানী দাস কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন সিনিয়র কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন বলেন, সকাল থেকেই ভোট কেন্দ্র গুলোতে স্বাভাবিক ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল থেকে বিকাল পর্যন্ত কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে ১২টি কেন্দ্রে মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, গোয়েন্দা শাখা (ডিবি) টিম, পুলিশ চেকপোস্ট, পুলিশ ও আনসার সদস্যরা নির্বাচন চলাকালে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
এ জাতীয় আরো খবর..