এনামুল হক: ত্রিশাল অনলাইন প্রেসক্লাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার ২১ ফেব্রুয়ারী বাদ আছর প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন, ত্রিশাল অনলাইন প্রেসক্লাব সভাপতি এনামূল হক, সাধারণ সম্পাদক এস.এম.জামাল উদ্দিন শামীম, বাংলা টাইম ত্রিশাল প্রতিনিধি শফিউল আযম শোভন, দেশ টাইম প্রতিনিধি আশরাফ সিদ্দিকী পলাশ, আলোকিত সকাল প্রতিনিধি শরীফুল ইসলাম শরীফ, বিজয় বাংলা প্রতিনিধি ফকরুল হাসান, দৈনিক গণকন্ঠ ত্রিশাল প্রতিনিধি ইলিয়াস আহমেদ, দৈনিক বিশ্ব মানচিত্র প্রতিনিধি মাহমুদুল হাসান শরীফ, দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি লিজা আক্তার, বিদ্রোহী ডটকম প্রতিনিধি জাফর আহমেদ লিজন, কালের বিবর্তন প্রতিনিধি মোঃ সুলতান আহমেদ, সাপ্তাহিক মদিনা প্রতিনিধি হাফেজ আতিকুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,মাতৃ ভাষার জন্য আত্বত্যাগ পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। যে সকল শহীদের রক্তের বিনিময়ে মাতৃভাষায় কথা বলতে পারছি তাদের যথাযোগ্য মর্যাদা দিতে সকলকেই সজাগ থাকতে হবে। অন্যায় অবিচার মিথ্যাচারে মাতৃভাষার ব্যাবহার থেকে দূরে থাকতে হবে।