Avatar এরশাদ হোসেন বিজয়
Reporter


ভূমিধস জয়ে ফিরলেন-সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ


উত্তরা নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ মালদ্বীপের নির্বাসিত নেতা ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের রাজনৈতিক দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) দেশটির পার্লামেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে। নির্বাসন থেকে দেশে ফেরার মাত্র পাঁচ মাসের মধ্যে পার্লামেন্ট নির্বাচনে বীরের বেশেই ফিরলেন এই মালে নেতা। রোববার পার্লামেন্টের প্রাথমিক ফলাফলে তার দল এগিয়ে রয়েছে বলে বার্তাসংস্থা এএফপি খবর দিয়েছে।

আবারো গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে ৫১ বছর বয়সী মোহাম্মদ নাশিদের মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি ৮৭ আসনের পার্লামেন্টের দুই তৃতীয়াংশ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে।

দেশটির স্বৈরাচারী সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের বাধ্যতামূলক পদত্যাগের পর শনিবার প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনকে মোহাম্মদ নাশিদের জন্য জন-মতামতের পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে। পাঁচ বছর মেয়াদ পূর্ণ করার পর স্বৈরশাসক আব্দুল্লাহ ইয়ামিন পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন; তার বিরুদ্ধে অর্থ-পাচার ও আত্মসাতের অভিযোগে মামলা বিচারাধীন রয়েছে।

 

/এ.এইচ.বি