আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় করোনা প্রতিরোধ ও জনসাধারণের সচেতনতার লক্ষ্যে যারা মাস্ক পরিধান না করে ঘর থেকে বাহিরে বের হচ্ছেন তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৬নভেম্বর) সকালে উপজেলার পরিষদের সামনে ৬জনকে সারে চার হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন।
নির্বাহী অফিসার সালমা খাতুন জানান, ২য় ধাপে করোনা ভাইরাস সংক্রমন ব্যাপক ভাবে ছড়ানোর আগেই সকলকে মাস্ক পরিধানের লক্ষ্যে আমাদের এ ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে।
তিনি বলেন, জরিমানা করাটা আমাদের মূল উদ্দেশ্য নয় জনসাধারণকে সচেতন করাই মূল লক্ষ্য। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ড.সেলিনা রশিদ, ভালুকা মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।