বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
বুধবার সন্ধ্যায় রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তাবিথকে শুভ কামনা জানান বৌদ্ধ নেতৃবৃন্দ।
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এ মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময়কালে তাবিথ আউয়াল বলেন, আমি একজন অসাম্প্রদায়িক মানুষ। ছোটবেলা থেকেই বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের সঙ্গে আমার সুম্পর্ক রয়েছে। বৌদ্ধদের মধ্যে আমার অনেক পারিবারিক বন্ধু রয়েছে। যাদের সঙ্গে আমার মেলামেশা রয়েছে।
তিনি আরও বলেন, কয়েকদিন আগে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা শ্মশানের জন্য বলেছেন। আমি নির্বাচিত হলে হিন্দু এবং বৌদ্ধদের দাবিগুলো পূরণ করব। সব অবস্থায় বৌদ্ধদের পাশে থাকার ঘোষণা দেন বিএনপির এই মেয়র প্রার্থী।
মতবিনিময়কালে বৌদ্ধ সম্প্রদায়ের সুকোমল বড়ুয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সুশীল বড়ুয়া, অশোক বড়ুয়া, রঞ্জন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।