নারায়ণগঞ্জে লকডাউন ভঙ্গ করে বকেয়া বেতনের দাবিতে আজও বিক্ষোভ করেছে শ্রমিকরা। রোববার (১৯ এপ্রিল) সকালে ফতুল্লার ওয়াপদারপুল এলাকা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে মিছিল করে নগরীর চাষাঢ়ায় এসে সড়কে অবস্থান নেয় প্যারাডাইজ ক্যাবলস ইন্ডাষ্টির প্রায় তিন শতাধিক শ্রমিক।
সামাজিক দূরত্ব না মেনে বকেয়া বেতন পরিশোধের দাবিতে পুলিশের চেকপোস্টের পাশে বিজয়স্তম্ভের চারপাশে অবস্থান নিয়ে প্রায় দুই ঘন্টাব্যাপী বিক্ষোভ করেন তারা।
শ্রমিকদের দাবি, গত ১০ মাস ধরে মালিকপক্ষ তাদের বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে নানাভাবে আশ্বাস দিলেও এখন পর্যন্ত বেতন পাননি তারা। শ্রমিকদের বেতন পরিশোধ না করেই কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়। যার কারণে মানবেতর জীবন যাপন করছেন কর্মহীন হয়ে পড়া কয়েকশ’ শ্রমিক। বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা ঘরে তালা দিয়েছেন। পাশাপাশি পরিবার নিয়ে না খেয়ে থাকতে হচ্ছে। করোনার ভয় ও লকডাউন উপেক্ষা করে বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন বলে জানান শ্রমিকরা।
এদিকে শ্রমিকদের এই বিক্ষোভের কারণে নগরীর প্রধান সড়কে যানজট সৃষ্টি হয়। এ্যাম্বুলেন্সসহ খাদ্যপণ্য বহনকারি বেশ কয়েকটি যানবাহন আটকা পড়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে ব্যাহত হয়। পরে পুলিশ এসে মালিকপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করে নেন শ্রমিকরা।
তবে শ্রমিকদের বেতন পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানান বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। তিনি বলেন, করোনার ভয় উপেক্ষা করেই শ্রমিকরা তাদের দাবি আদায়ে মাঠে থাকবে।