বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা আহবায়ক, প্রবীণ আইনজীবি বীর মুক্তিযোদ্ধা এড. কাজী গোলাম সরওয়ার আজ সন্ধ্যা ৭ঘটিকায় চট্টগ্রাম নগরির একটি ক্লিনিকে বার্ধ্যক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মহতি এই নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিজয়মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনূচ। শোকার্তে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনূচ বলেন, রাজনৈতিক জীবনে উনি চট্টলবীর এ. বি. এম. মহিউদ্দীন চৌধুরীর বন্ধু ছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার পরে চট্টগ্রাম ষড়যন্ত্র মামলা হয়েছিল, উক্ত মামলায় আসামী পক্ষ (মহিউদ্দীন ভাই, সৈয়দ ভাই এবং আমি ইউনূচ) এর পক্ষে মামলা পরিচালনা কমিটির প্রধান ছিলেন উনি। আজকে তিনি পরলোকগমণ করেছেন, আজকের দিনে গভীর শ্রদ্ধার সাথে প্রবীণ এই নেতাকে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি।
১৬ই ফেব্রুয়ারি সকাল ১০ঘটিকায়, চট্টগ্রাম কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে মরহুমের জানাযা অনুষ্ঠিত হইবে।