রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ভাইরাসজনিত দু’টি মারাত্মক সংক্রামক রোগ হাম-রুবেলা প্রতিরোধ করতে টিকাদান ক্যাম্পেইনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ আনোয়ার উল্ল্যাহের সভাপতিত্বে বিভিন্ন প্রস্তুতি বিষয় নিয়ে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন।
এসময় উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারবৃন্দ সহ ১১টি ইউনিয়নের কমিউনিটি সেন্টারের উপ-সহকারিরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আনোয়ার উল্ল্যাহ জানান, ৯ মাস থেকে ১০ বছর বয়সী উপজেলার সকল শিশুকে আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত হাম-রুবেলার একডোজ টিকা দেয়া হবে।
১৮ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।