পুলিশ বলছে, আজ কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নেই। তাবে অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে বায়তুল মোকাররম মসজিদসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, জুমার নামাজের আগে থেকেই পল্টন মোড়, বায়তুল মোকাররম মসজিদের উত্তর ও দক্ষিণ গেইট এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ। অন্যান্য দিনের তুলনায় আজ অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখা যায়। পুরোনো পল্টনে প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, আজ কোনো দলের পূর্বঘোষিত কর্মসূচি নেই। তবে গত ১৫ অক্টোবর কুমিল্লার একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর জের ধরে আরও বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বায়তুল মোকাররম এলাকায় বাড়তি নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, গত সপ্তাহেও নামাজের পড়ে বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পুলিশের ওপর হামলা হয়েছে। আজ এমন অপ্রীতিকর কিছু যাতে না ঘটে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।