একাদশ জাতীয় সংসদের সংসদ-সদস্যবৃন্দের সমন্বয়ে গঠিত বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম সভা আজ গ্রুপটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ. স. ম ফিরোজ এমপি এর সভাপতিত্বে সংসদ ভবনস্থ তাঁর কার্যালয় অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপের সদস্য মোঃ মোতাহার হোসেন, এমপি, বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন, এমপি, ফখরুল ইমাম, এমপি, সেলিমা আহমাদ, এমপি এবং কাজী কানিজ সুলতানা, এমপি অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয় সংসদ ও তুরস্কের জাতীয় সংসদ এর সংসদ-সদস্যদের মধ্যে পরস্পারিক সুসম্পর্ক স্থাপন, সংসদীয় রীতি-নীতি ও ভাবের আদান প্রদান এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক বিষয়ে দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক দৃঢ়করণের ক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য প্রয়োজনীয় করণীয় সম্পর্কে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এই সভায় উপস্থিত ছিলেন।