Avatar এরশাদ হোসেন বিজয়
Reporter


বসন্ত এল বলে


উম্মুল খায়ের ফাতেমা

বসন্তের হিম কুণ্ডলী
লাগিছে মোর চিত্তে,
এ কি হাওয়া নাকি
অজ্ঞাত কোনো চাওয়া!
চারিদিকে অঙ্কুরের ধুমধাম
পল্লবের ছিটাছিটি,
যা দেখি তা লাগে–
যেন চিত্তাগ্রাহী।
শীতের খুপরির শেষে বসন্ত
এসেছে নতুন বেশে,
এনেছে সংসর্গী করে
প্রসূনের আভাস নিয়ে।
পল্লবের পত্র ঝরা
বিহগের কিচিরমিচির,
হিম বাতাস বহে——–
এদিক আর ওদিক।
প্রকৃতি সেজেছে নতুনত্বে
কাননে ফুঁটেছে পুষ্প,
মনের আনন্দে রহিছে
সকলে, বসন্তে মত্ত।