uttaranews24 uttaranews24
সবার আগে সবসময়


বনানীর ভয়াবহ অগ্নিকাণ্ড! নিহত ৭রাজধানীর বনানীর বহুতল এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত হয়েছেন। একইসঙ্গে এ ঘটনায় অন্তত ২৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন হওয়ার খবর জানিয়েছে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে বেসরকারি হিসাব মতে আহতদের সংখ্যা প্রায় অর্ধ শতাধিক। এর মধ্যে কুর্মিটোলা হাসপাতালে ৩০ জন, ইউনাইটেড হাসপাতালে ১৯জন এবং ঢাকা মেডিকেলে তিনজন।

নিহত ব্যক্তিরা হলেন, পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।

অগ্নিকাণ্ডের ঘটনায় স্থাপিত বনানী থানার কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আমেনা মারা গেছেন অ্যাপোলো হাসপাতালে। পারভেজ সাজ্জাদ বনানী ক্লিনিকে, নিরস চন্দ্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং মামুন, মাকসুদুর ও মনির ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন আবদুল্লাহ আল ফারুক।