বকেয়া বেতনের দাবিতে প্রায় দেড় হাজার শ্রমিক উত্তরা ১৭ নং সেক্টরে অবস্থিত বিজিএমইএ ভবন ঘিরে রেখেছে । ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মেরাবাড়ি অবস্থিত লিও ফ্যাশন লিঃ এ কর্মরত এসব শ্রমিক। বকেয়া বেতনের দাবীতে (৩ ফেব্রুয়ারি) সোমবার সকাল ৮টা থেকে বিজিএমইএ ভবন ঘিরে অবস্থান নিয়েছে।
বিজিএমইএ ঘিরে অনশনরত শ্রমিকরা বলেন, এর আগেও লিও ফ্যাশন লিঃ কর্মরত শ্রমিকদের বেতন নিয়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এমন সমস্যা করেছে এবং স্থানীয়দের মাধ্যমে এসব সমস্যার সমাধান হয়েছে। তবে গত ৪ মাস ধরে বেতন দেয়া হচ্ছে না তাদের। এনিয়ে গত কয়েক মাস ধরে স্থানীয়ভাবে আশ্বাস দেয়া হলেও শেষ পর্যন্ত গার্মেন্টস কর্তপক্ষ ৩০ জানুয়ারি প্রতিষ্ঠানে তালা মেরে সরে পড়ে। মালিক পক্ষের এমন আচরণের কারণে ও পাওনা বেতনের দাবীতে বর্তমানে শ্রমিকরা বিজিএমইএ ভবন ঘিরে রেখেছে।
তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিজিএমইএ ভবন ঘিরে অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এসব শ্রমিকরা।