uttaranews24 uttaranews24
সবার আগে সবসময়


প্রিয় কোকিলারোকনুজ্জামান লিটন পল্লী

তোর বেশি বেশি ফোন করাতে অনেক বিরক্তবোধ করি জানিস,
আমি জানি তুই আমাকে অনেক ভালবাসিস।
তারপরেও তোর আমার মাঝে অনেক ফাঁকা আছে,
তোর ভালবাসার মাঝে কিছু পরিমান বিষ রয়েছে।
সেগুলো বলার সময়ও হয়ে ওঠেনা সময়ের কাছে আমি দায়বদ্ধ,
পরিস্থিতির মধ্যে নিজেকে সারাক্ষন রাখতে হয় আবদ্ধ।
আমি জানি মনের জোরে প্রণয়ীজনদের নিয়ে সুখী হওয়া যায়না,
আমি জানি তোর আমার কাছে আছে অনেক উত্তর পাওনা।
তোর নাকি অনেক জানার ইচ্ছা আমি কতটুকু ভালবাসি,
এটুকু বলতে পারি তোকে চেয়ে মুখে মিলেনি সুখ আহ্লাদী হাসি।
তবুও মায়া যতটুকু আছে তোর কয়েকদিনের উপস্থিতি,
বেশ সমাদরের চরিত্রে রেখেছিলি লক্ষ করেছিলাম অনু পরিমান সম্প্রীতি।
জানিনা তোকে মিছেমিছি জ্বালাতনের কি কারন,
যতটুকু বলতে পারি অন্যের সহযোগীতায় আমার সনে মন্দ আচরন।
তবে হয়তো আমার ভালবাসার সীমানা এ পর্যন্ত,
তবে তাই বলে তুই খুঁজতে যাসনে তার অন্ত।
অপরাধী হিসেবে ভুলগুলো ক্ষমার দৃষ্টিতেই রাখিস,
কখনো বেশ মনে পরলে রাগ থাকলে বকিস শত্রু হলেও ডাকিস।
ইতিঃ
তোরই জ্বালাতন বন্ধু নীল

পল্লী আলো সাহিত্য পরিষদ

/এ.এইচ.বি