uttaranews24 uttaranews24
সবার আগে সবসময়


প্রথম বাংলাদেশি হিসেবে ৪০০ উইকেট; ফুরিয়ে যাননি আব্দুর রাজ্জাকবয়স তার ৩৬। কিন্তু এখনও ফুরিয়ে যাননি তিনি। ঘরোয়া ক্রিকেটে সেটা আরেকবার প্রমাণ করলেন আবদুর রাজ্জাক। জাতীয় দলের সাবকে এই স্পিনার লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বুধবার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেটেরে মাইলফলক ছোঁয়া প্রথম বাংলাদেশিও রাজ্জাক।

গত কাল ঢাকা প্রিমিয়ার লিগে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে অনন্য এই কীর্তি গড়েন প্রাইম ব্যাংকের এই স্পিনার। এদিন ১৫ রানে ৪টি উইকেট নেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ঝুলিতে এখন ৪০৩ উইকেট।

এই ফরম্যাটে আরো একজন বাংলাদেশিকে হাতছানি দিচ্ছে এই রেকর্ড। তিনি মাশরাফি বিন মর্তুজা। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কিংবদন্তি এই পেসারের উইকেট ৩৯১টি। আর ৯ উইকেট তুলতে পারলেই ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক।

লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার কৃতিত্বও রাজ্জাকের। এ পর্যন্ত ৯ বার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তিনি।

বাংলাদেশের হয়ে ১৩ টেস্টে ২৮ উইকেটে নিয়েছেন রাজ্জাক। আর ১৫৩ ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ২০৭টি।