পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব আল হাসান। ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে ফিরে ১৪ দিন সেল্ফ হোম কোয়ারেন্টাইনে ছিলেন সাকিব। এরপর উইসকনসিনের নিজ বাড়িতে উঠেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। সেখানে আগে থেকেই ছিলেন স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলাইনা হাসান।
বাড়ি ফেরার কিছুদিন পরই সাকিব দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার সুসংবাদ দেন। জানান কিছুদিনের মধ্যেই ঘর আলোকিত করে আসবে দ্বিতীয় কন্যা সন্তান। ক্রিকেট থেকে সাকিব এখন বহুদূরে। আইসিসির নিষেধাজ্ঞায় গত অক্টোবর থেকে ক্রিকেটের বাইরে। এখন যুক্ত হয়েছে করোনাভাইরাস। দুইয়ে মিলিয়ে সাকিবের কাছে অফুরন্ত সময়। এ সময়ে পরিবারকে সময় দেওয়া ছাড়া অন্য কিছু করার নেই তার।
শুক্রবার ফেসবুক লাইভে এক ভক্তের প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘সব সময় পরিবার থেকে অভিযোগ করা হতো সময় নেই, সময় নেই! এখন অনেক সময় আছে। আমার মনে এখন সেরা সময় পরিবারের সঙ্গে কাটানোর। আলাইনা আছে, ওর সাথে কখনো এতো দীর্ঘ সময় কাটানো হয়নি। ওর সাথে যখন সময় কাটাই তখন বুঝি অনেক কিছু মিস করেছি আগে। আমার জন্য সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে, বাচ্চার সাথে অনেক সময় কাটানো যাচ্ছে। অনেক সময় গল্প করি, খেলা করি। এভাবে সময় কাটছে। এটা চিন্তা করে খারাপ লাগে যে পৃথিবী ও আমাদের দেশের অবস্থা ভালো না। দোয়া করছি যেন দ্রুত পরিস্থিতি ভালো হয়ে যায়।’
সাকিবের আরেক ভক্ত প্রশ্ন করেছিলেন গৃহবন্দি থেকে কিভাবে নিজের ফিটনেস ও ডায়েট ধরে রাখছেন? উত্তরে সাকিব জানান, এখন পুরোদমে খাওয়া-দাওয়া করছেন। আগে যেসব এড়িয়ে যেতেন এখন সেগুলো হাতের সামনে পেলেই খাওয়া শুরু করেন।
সাকিব বলেন, ‘সবাই এখন খুব স্বাস্থ্য সচেতন। ডাক্তাররাও বলেছেন, যত বেশি স্বাস্থ্য ভালো থাকবে তত বেশি ভাইরাস থেকে মুক্ত থাকা যাবে। সবাই ওটা অনুসরণ করছে। আমিও কিছু ফলো করছি। কিন্তু ক্রিকেটের জন্য না খেয়ে অনেক সেক্রিফাইস করা হয়েছে। ভাবলাম এবার একটু উল্টা দিকে যাই! তাই প্রচুর খাওয়া-দাওয়া করছি। একটু মোটাও হয়ে গিয়েছি। কিছুটা ফিটনেস ধরে রাখছি যেন ভালো থাকতে পারি, সুস্থ অনুভব হয়। আমরা জন্য যেটা জরুরী সেটা করছি।’