uttaranews24 uttaranews24
সবার আগে সবসময়


পৃথিবী অনেক আগে


আল-মুজাহিদী

পৃথিবী অনেক আগেই অন্ধকার ছিল।

পৃথিবীর চেয়েও অনেক প্রাচীন এই অন্ধকার

তুমিও একদিন অন্ধকার ছিলে

আমিও অন্ধাকার ছিলাম বিশাল নাস্তির আত্মায়।

অন্ধকার ছিলে শুধু

অন্ধকার ছিলাম কেবল..

পৃথিবী তোমাকে খুঁজে বের ক’রে এনেছিলো এখানে কেবল

আমার দৃষ্টির মেরুপথে।

অন্ধকার,অন্ধকার শুধু

অন্ধকার পৃথিবীর প্রজ্ঞাময় প্রিাচীন নগরী

আর তুমি সেই প্রিয় নগরনন্দিনী।

তুমি অন্ধকার ।তুমি পৃথিবীর চেয়ে আরও প্রাচীনতর অন্ধকার,

প্রেম পৃথিবীর এক প্রাচীন প্রজ্ঞান।

আর এই প্রেমে আমি অবিচ্ছিন্ন অন্ধকার।