করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রনকালীন সময়ে সবচেয়ে বিপাকে রয়েছেন শহরের খেটে-খাওয়া মানুষেরা। রিক্সাচালক থেকে শুরু করে বিভিন্ন নিম্নশ্রেণির এসব মানুষেরা জীবিকার তাগিদে বের হলেও পাচ্ছেনা কোন সংস্থান।
আর এসব মানুষদের পাশে দাঁড়াচ্ছেন সমাজের রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকেই। গেল সপ্তাহে উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের উদ্যোগেও পরিচালিত হয়েছে এই মহৎ কার্যক্রম।
ডিএনসিসি ৫১ নং ওয়ার্ড তথা উত্তরার ১১,১২, ১৩ ও ১৪ নং সেক্টরের বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালনা করেন ছাত্রলীগের সদস্যরা। এসময় রিক্সাচালক, পথচারী ও কাজের বুয়াদের মাঝে খাদ্যসামগ্র- চাল, ডাল, আলু- বিতরণ করেন তারা। ২৬ শে মার্চ সেক্টরে সেক্টরে এই কার্যক্রম পরিচালনা করেন তারা।
উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল ফাহিম জানান, ছাত্রলীগ সভাপতি শাকিলউজ্জামান বিপুলের নির্দেশে কার্যক্রম পরিচালনা করছেন তারা। দপ্তর সম্পাদক মো. কামরুজ্জামান ও অপর সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসাইনসহ অন্যান্যরাও অংশগ্রহণ করেছেন উক্ত কার্যক্রমে।